ঢকা, ১৬ মে- কোটা সুংস্কার আন্দোলনকারী সাধারন ছাত্র অধিকার সংরক্ষ্ণ পরিষধের যুগ্ন-আহ্বায়ক নুরুল হক ও যুগ্ন-আহ্বায়ক রাশেদ খানকে পিস্রল দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ১১৯ নম্বর রুমে এই ঘটনা ঘটে।
এ সময় পিস্তল নিয়ে রুমে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি। তার সাথে ছিলেন মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম লিমন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে মহসীন হলের ওই রুমে ইমতিয়াজ উদ্দিন বাপ্পি, মেহেদি হাসান সানী অ ফাহিম লিমনের নেত্রত্তে ১৫/২০ জন নেতা কর্মী আসেন। এই সময় নুরুল হক নূরের রুমে ছিলেন রাশেদ। হাফ প্যান্ট পরা অবস্থায় ইমতিয়াজ উদ্দিন বাপ্পি তাদের হুমকি দিতে থাকেন। এ সময় তার পকেটে পিস্তল দেখা যায়।
সরাসরি মেরে ফেলার হুমকি দিয়ে বাপ্পি বলেন, 'এই আন্দোলন করছিস তোরা সরকারের বিরুদ্ধে। তোদের একটাকেও ছাড়া হবে না। প্রজ্ঞাপনটা জারি হলে তোদের কুত্তার মতো পিটানো হবে। কুকুরের মতো গুলি করে রাস্তায় মারা হবে। তোরা তো কেউ বাঁচবি না। বেশি বাড়াবাড়ি করিস না। শেষবারের মতো মা-বাবার দোয়া নিয়ে নিস। শুধু প্রজ্ঞাপনটা জারি হোক। তোদের কী অবস্থা করি।'
এই সময় মেহেদি হাসান সানী ও ফাহিম লিমন তাদের ওপ্র হামলা করার জন্য বারবার সামনে আসে। কিন্তু অন্যরা তাদের নিবৃত্ত করেন বলে জানা যায়।