নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা কোহলির!


ইংল্যান্ড বনাম পাকিস্তানের ম্যাচ শেষে বাংলাদেশ বনাম ভারতের ম্যাচ বিষয়ে আম্পায়ার ধর্মসেনাকে ফোন দিয়েছিলেন বিরাট কোহলি বুধবার স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে কোহলি ধর্মসেনাকে কল দেন
 আর কল থেকেই সন্দেহের সূত্রপাত
আগে থেকেই আইসিসির নির্দেশ ছিল সব খেলোয়াড়ের ফোন ট্র্যাকিং করার। মূলত ফিক্সিং সন্দেহেই এমন একটা সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি। এই দিকে ধর্মসেনার সাথে মিনিটের কথোপকথন এখন ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে
অনিশ্চিত সূত্রে জানা গেছে, বিরাট কোহলি ফোন ট্র্যাকিং এর পর ম্যাচ আইসিসি সংবাদ সম্মেলন করে এবং তাকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বহিষ্কার করে আইসিসি। ফলে সেমিফাইনাল বা তার দল সেমি জিতলেও ফাইনাল খেলা হবে না তার
সূত্র আরও জানিয়েছে, বিরাট কোহলি ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমা প্রর্থনা করেন। আইসিসির সদস্যর কমিটি তদন্তে নামবে আজ। গুরুতর সাজা হতে পারে কোহলির
এই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশ দলের একজন জানিয়েছেন, 'এমন একটা ঘটনার পর আমরা তাকে ক্রিকেট থেকে নিষিদ্ধ এমন শাস্তির আশা করেছিলাম। হয়তো ভারত বলে কোহলি পার পেয়ে যাবে। '
কয়েকজন সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়ে মন্তব্য করতে রাজি হননি বিধায় সংবাদটির সত্যতা এখনো যাচাই করা সম্ভব হয়নি

29 Sandwich Recipes That Are the Best Things Between Sliced Bread


If the culinary world were a popularity contest, the first-place prize wouldn’t be snagged by posh kale or cronuts—the winner would be the humble sandwich. What other recipe can be dressed up or down, comes in flavors from basic to gourmet, and is often ready in less than five minutes? Plus, portable meals make healthy eating much easier in our busy world! No wonder Americans eat an average 200 sandwiches each year.

That said, not every handheld comes with stellar health perks (we’re looking at you, donut sandwich!). To help navigate the sand-scape, we rounded up 29 nutritious bites to fit every persona, whether you’re in the mood for a collard wrap, jonesin’ for a gooey grilled cheese, in need of breakfast on the go, or simply looking for a sweet dessert.

Finding yourself in a scramble trying to figure out the difference between brown and white eggs? We cracked down and found the answers.

Finding yourself in a scramble trying to figure out the difference between brown and white eggs? We cracked down and found the answers.


This Week's Circulars
When shopping for eggs, it's inevitable to notice that the brown eggs almost always cost more than the white. Some may think that one is better than the other. The truth is they’re not very different at all.
Egg shells get their color due to the types of chicken they come from. White-feathered chickens with white earlobes lay white eggs, and red-feathered chickens with red ear lobes lay brown eggs. Yes, it’s that simple.
Because brown eggs tend to cost more, people assume they are more nutritious and more delicious. But that is not the case. Brown eggs are more expensive because of their size. Red-feathered chickens tend to weigh more than white-feathered chickens—and the bigger the bird, the bigger the egg! Larger chickens require more food and land to remain healthy throughout production. Higher production costs lead to more expensive products in the end.
Some people also think that one color shell is harder than the other, or that there are different colored yolks. These factors are due to the age and feed of the chickem. The coloring of shells or bird rather has nothing to do with this.

So, the next time you’re in the grocery market don’t be a chicken! Pick as you please — they’re all egg-cellent! And as for how to cook your eggs once you've got them, don't miss our in-depth report, Every Way to Cook Eggs—Ranked for Nutritional Benefits!.

‘মা, আমি মারা যাচ্ছি’

‘মা, আমি মারা যাচ্ছি’


গ্রেনফেল টাওয়ারে আগুনের ঘটনায় মারা গেছেন প্রকৌশলী গ্লোরিয়া ট্রেভিসান ছবিটি টুইটার থেকে নেওয়া
২৭ তলা ভবনটি দাউ দাউ করে জ্বলছে ভবনের ১২০টি ফ্ল্যাটে তখন ভয় আর আতঙ্কের সঙ্গে যুঝছে বাসিন্দারা এমনই একটি ফ্ল্যাটে তখন মৃত্যুর প্রহর গুনছিলেন প্রকৌশলী গ্লোরিয়া ট্রেভিসান শেষ মুহূর্তের আগে চাইছিলেন মা-বাবার সঙ্গে কথা বলতে সেই ইচ্ছে পূরণ হয়েছিল গ্লোরিয়ার ফোনে মায়ের সঙ্গে কথা বলতে বলতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি তাঁর শেষ কথাটি ছিল, ‘মা, আমি মারা যাচ্ছি স্বর্গ থেকে তোমার পাশে থাকব আমি
গ্লোরিয়া ইতালির নাগরিক। ক্যারিয়ারের জন্য পাড়ি জমিয়েছিলেন যুক্তরাজ্যর লন্ডনে। থাকতেন গ্রেনফেল টাওয়ারে। গ্লোরিয়ার আইনজীবী মারিয়া ক্রিস্টিনা স্যান্ডরিন সিএনএনকে জানিয়েছেন তাঁর মক্কেলের হৃদয়বিদারক কাহিনি। তিনি বলেন, ‘মৃত্যুর সময় ফোনে মাকে এই কথাগুলোই বলছিলেন গ্লোরিয়া।
গত মঙ্গলবার স্থানীয় সময় রাত একটা ১টা ১৬ মিনিটে গ্রেনফেল টাওয়ারে আগুন লাগে। গত শতকের সত্তরের দশকে নির্মিত আবাসিক এই ভবন নটিংহিলের কাছে অবস্থিত। শেষ খবর পাওয়া পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ৩০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে লন্ডন পুলিশ। ছাড়া ৭০ জন বাসিন্দা এখনো নিখোঁজ আছেন। ধারণা করা হচ্ছে, তাঁরা সবাই নিহত হয়েছেন

এখন প্রতিদিনই জানা যাচ্ছে অগ্নিকাণ্ডে নিহতদের হৃদয়বিদারক নানা কাহিনি। সর্বশেষ শোনা গেল ২৬ বছরের গ্লোরিয়া ট্রেভিসানের গল্প। ইতালিতে তাঁর পরিবারে ছিল অর্থের টানাটানি। সে জন্যই মাত্র তিন মাস আগে জীবিকার তাগিদে লন্ডনে এসেছিলেন গ্লোরিয়া। তাঁর আইনজীবী বলেন, ‘নিজের পরিবারের ওপর আর্থিকভাবে বোঝা হতে চাননি তিনি। তাই নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিলেন।
অগ্নিকাণ্ডের দিন বাবা ম্যানুয়েলা ট্রেভিসান মা লরিস ট্রেভিসানের সঙ্গে কথা বলেছিলেন গ্লোরিয়া। তাঁর বাবা সেই ফোন কলের কিছু অংশ রেকর্ডও করেছিলেন। এর মূল কারণ ছিল গ্লোরিয়ার ছোট ভাই। কারণ, ওই মুহূর্তে তিনি উপস্থিত ছিলেন না। তাঁর জন্যই বোনের শেষ কথাগুলো রেকর্ড করে রাখা হয়
এখানেই শেষ নয়। গ্রেনফেল টাওয়ারে থাকতেন গ্লোরিয়ার প্রেমিক মার্কো গোত্তারদি। ওই দিনের অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন তিনিও। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় দুজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। কাকতালীয়ভাবে মৃত্যুর আগে তিনিও কথা বলছিলেন নিজের পরিবারের সদস্যদের সঙ্গে