রাজধানীর বাড্ডায় ছেলে আউসারকে হত্যার অভিযোগে বাবা জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, জাহিদের সাথে প্রতিবেশি হেলাল ও জলিলের শত্রুতা ছিলো। তাদেরকে শায়েস্তা করতে ১৭ এপ্রিল রাতে ১২ বছরের সন্তান আউসারকে বাড়ির পাশে ডেকে নিয়ে যায় বাবা জাহিদ।
সেখানে মজিদের সহায়তায় আউসারকে হত্যা করা হয়। পরে হেলাল, জলিলসহ কয়েকজনকে আসিম করে হত্যা মামলা দায়ের করেন জাহিদ। পুলিশ মজিদকে আটক করলে সে হত্যার ঘটনা স্বীকার করে। এরপর আউসারের বাবা জাহিদকে গ্রেফতার করা হয় সন্তান হত্যার দায়ে। জাহিদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নতুন করে আরেকটি মামলা চালু করা হবে বলে জানিয়েছে পুলিশ।
প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তানকে খুন, আটক বাবা এই রকম নিউজ শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।নিবন্ধ লেখার সময় আপনি ব্যবহার করা সবচেয়ে সহজ ভাষা প্রশংসা করা হয়। আপনার সাইট পোস্ট লেখার অনুমান খুব ভাল। আমরা আশা করি ভবিষ্যতে আপনি মহান নিবন্ধ লিখতে চান।
Replyএই দরকারী নিবন্ধের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।