চলন্ত প্লেনে উড়ন্ত পাখি! দেখুন ভিডিও
ব্যাংকক থেকে দোহাগামী একটি প্লেনের ভেতর ঢুকে পড়লো একটি ছোট্ট পাখি।
ওই ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে জানা যায়, প্লেনটি যখন চলছিল তখন কোথা থেকে যেন লুকিয়ে থাকা একটি পাখি বের হয়ে আসে। স্বাভাবিকভাবেই এসময় যাত্রীরা চমকে ওঠেন। কিন্তু নতুন এই আগন্তুককে কে খুব সহজেই মেনে নেন প্লেনের যাত্রীরা।
এসময়ত জেক বাকিংহাম নামের একজন ২৯ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পাখিটির গতিপথ ভিডিও করেন। কাতার ফ্লাইটের ব্যাংকক থেকে দোহাগামী প্লেনে এটি ঘটে।
প্লেনটি যখব ৩৯ হাজার ফিট উপরে ছিল তখনই এই পাখিটিকে প্লেনের ভেতর উড়তে দেখা যায়।
এর আগে ডেলটা এয়ার লাইন্সের একটি বিমানকে জরুরী অবতরণ করতে হয়েছিল শুধুমাত্র একটি পাখি বিমানের ভেতর পাওয়া গিয়েছিল বলে।
ওই ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে জানা যায়, প্লেনটি যখন চলছিল তখন কোথা থেকে যেন লুকিয়ে থাকা একটি পাখি বের হয়ে আসে। স্বাভাবিকভাবেই এসময় যাত্রীরা চমকে ওঠেন। কিন্তু নতুন এই আগন্তুককে কে খুব সহজেই মেনে নেন প্লেনের যাত্রীরা।
এসময়ত জেক বাকিংহাম নামের একজন ২৯ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পাখিটির গতিপথ ভিডিও করেন। কাতার ফ্লাইটের ব্যাংকক থেকে দোহাগামী প্লেনে এটি ঘটে।
প্লেনটি যখব ৩৯ হাজার ফিট উপরে ছিল তখনই এই পাখিটিকে প্লেনের ভেতর উড়তে দেখা যায়।
এর আগে ডেলটা এয়ার লাইন্সের একটি বিমানকে জরুরী অবতরণ করতে হয়েছিল শুধুমাত্র একটি পাখি বিমানের ভেতর পাওয়া গিয়েছিল বলে।