কক্সবাজারে বায়ু প্রশিক্ষন বিমান বিদ্ধস্ত ৪ পাইলট উদ্ধার।
সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর (বিএএফ) দুর্ঘটনার দু'টি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, আইএসপিআর জানিয়েছে। এয়ারক্রাফটের ভিতরে থাকা চারটি পাইলটকে উদ্ধার করা হয়েছে।
- ৪ পাইলট উদ্ধার
- অনুসন্ধান এবং উদ্ধার কাজ এখনও চলছে
- মহেশখালীতে সকাল সাড়ে ৬ টায় দুর্ঘটনা ঘটে
- রাডারের সাথে ৬:১৫ অপরাহ্নের সাথে সংযোগ বিচ্ছিন্ন
গতকাল সন্ধ্যায় কক্সবাজারের মহেশখালী উপজেলায় বাংলাদেশ বিমান বাহিনীর দুটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে আইএসপিআর।
ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস ডিরেক্টরেট (আইএসপিআর) এর পরিচালক লে। কর্নেল রশিদুল হাসান জানান, ডেইলি স্টারের দুটি বায়োফার এয়ারক্রাফট-ইয়াক ১৩০-এর সাথে চার ক্রু সদস্যের সংঘর্ষ ঘটেছে প্রায় ৬:৩০ টার সময়।
এয়ারক্রাফটের ভিতরে থাকা চারটি পাইলটকে উদ্ধার করা হয়েছে, আইএসপিআর জানিয়েছে। পাইলটদের সনাক্তকরণ এবং তাদের শারীরিক অবস্থা অবিলম্বে জানা যায়নি।
কক্সবাজার বিমানবন্দরের ব্যবস্থাপক সদন কুমার মহন্ত বলেন, মহেশখালী সদর ইউনিয়নের পালপাড়া এলাকায় এবং অন্যটি ছোত্রা মহেশখালী ইউনিয়নের জালিয়াপাড়া এলাকার একটি বিমান বিধ্বস্ত হয়।
এয়ারক্রাফট রাডারের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে ৬:১৫ টার দিকে, আইএসপিআর পরিচালক লে। কর্নেল রশিদুল হাসান বলেন, আগেই বলেছি।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রোধীপ কুমার দাস ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। তিনি দৈনিক স্টারকে জানান, তিনি দুটি পৃথক জায়গায় দুটি উড়ন্ত উড়ন্ত বাতাস দেখেছেন।
অনুসন্ধান ও উদ্ধার অভিযানগুলি সকাল ৯ টা ২০ মিনিটে প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত চলছে, আমাদের কক্সবাজারের কর্মীদের সংবাদদাতা রিপোর্ট করেছে