মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর।

মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর।
মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর। ড. জাভেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে। (দেখুন ভিডিও সহ)

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (৩০ জুন) বেলা ১১টার দিকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল। এর কিছুক্ষণ আগেই তাদের ওপর হামলা চালানো হয়। হামলায় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। সাধারণ ছাত্রদের ওপরও হামলা চালানো হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, ছাত্রলীগ এই হামলা চালিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সকাল ১১টার আগেই ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিচ্ছিলো। সংবাদ সম্মেলনের উদ্দেশ্যে কোটা সংস্কার আন্দোলনকারীদের একটি দল কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আসার পর ‘শিবির ধর’ ‘শিবির ধর’ বলে অতর্কিত হামলা চালানো হয়। নূরকে ঘিরে ধরে মারধর করা হয়। তার নাক-মুখ ফেটে রক্ত বের হতে দেখা যায়। পরে শিক্ষকরা তাকে উদ্ধার করে লাইব্রেরির ভেতরে নিয়ে যান। লাইব্রেরির সামনে আরও দুই জন ছাত্রকে মারধর করা হয়। এসময় তাদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে আসার পরই বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূরের ওপর চড়াও হয় ছাত্রলীগ নেতাকর্মীরা। পরে আশপাশের সাধারণ ছাত্রদের ওপরও হামলা চালানো হয়। নূরসহ আহত ছয় জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতরা হলেন নুরুল হক নুরু (২৫), আবদুল্লাহ (২৩), আতাউল্লাহ (২৪), মাহফুজ (২৫), শাহেদ (২৫), হায়দার (২৩)। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। মারধরের এক পর্যায়ে কেন্দ্রীয় গ্রন্থাগারের সমানে তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক ড. জাভেদ আহমেদের পা জড়িয়ে ধরে বাঁচার চেষ্টা করেন নূর। ড. জাভেদ আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দেওয়ার পরও তারা আমার ওপরও চড়াও হয়েছে। আমার হাতের তালু কেটে গেছে। মানুষ মানুষকে এভাবে মারতে পারে না। রাজনৈতিক পরিচয়ের বাইরেও তোমরা সবাই ছাত্র। সহপাঠী সহপাঠীর ওপর এভাবে হামলা করতে পারে না।’

তুঁই বাঁচবি না, কুকুরের মত রাস্তায় গুলি করে মারবো

তুঁই বাঁচবি না, কুকুরের মত রাস্তায় গুলি করে মারবো

ঢকা,  ১৬  মে- কোটা  সুংস্কার আন্দোলনকারী সাধারন ছাত্র অধিকার সংরক্ষ্ণ পরিষধের যুগ্ন-আহ্বায়ক নুরুল হক ও যুগ্ন-আহ্বায়ক রাশেদ খানকে পিস্রল দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন ছাত্রলীগ নেতারা।  মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হলের ১১৯ নম্বর রুমে এই ঘটনা ঘটে।



এ সময় পিস্তল নিয়ে রুমে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি ইমতিয়াজ উদ্দিন বাপ্পি। তার সাথে ছিলেন মহসীন হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানী, চারুকলা অনুষদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম লিমন।


প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, রাত দেড়টার দিকে মহসীন হলের ওই রুমে ইমতিয়াজ উদ্দিন বাপ্পি, মেহেদি হাসান সানী অ ফাহিম লিমনের নেত্রত্তে ১৫/২০ জন নেতা কর্মী আসেন। এই সময় নুরুল হক নূরের রুমে ছিলেন রাশেদ। হাফ প্যান্ট পরা অবস্থায় ইমতিয়াজ উদ্দিন বাপ্পি তাদের হুমকি দিতে থাকেন। এ সময় তার পকেটে পিস্তল দেখা যায়।

সরাসরি মেরে ফেলার হুমকি দিয়ে বাপ্পি বলেন, 'এই আন্দোলন করছিস তোরা সরকারের বিরুদ্ধে। তোদের একটাকেও ছাড়া হবে না। প্রজ্ঞাপনটা জারি হলে তোদের কুত্তার মতো পিটানো হবে। কুকুরের মতো গুলি করে রাস্তায় মারা হবে। তোরা তো কেউ বাঁচবি না। বেশি বাড়াবাড়ি করিস না। শেষবারের মতো মা-বাবার দোয়া নিয়ে নিস। শুধু প্রজ্ঞাপনটা জারি হোক। তোদের কী অবস্থা করি।'

এই সময় মেহেদি হাসান সানী ও ফাহিম লিমন তাদের ওপ্র হামলা করার জন্য বারবার সামনে আসে। কিন্তু অন্যরা তাদের নিবৃত্ত করেন বলে জানা যায়।

খালেদা জিয়ার জামিন বহাল. কিন্তু মুক্তি পাচ্ছেনা

খালেদা জিয়ার জামিন বহাল. কিন্তু মুক্তি পাচ্ছেনা

খালেদা জিয়ার জামিন বহাল
খালেদা জিয়াকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। আদালত একই সঙ্গে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে আপিল নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।
আজ বুধবার সকাল ৯টা ৫ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তা নেওয়া হয় আদালত প্রাঙ্গণে।
তবে বিএনপির চেয়ারপারসনের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন জানিয়েছেন, এই জামিনের মধ্য দিয়ে খালেদা জিয়া মুক্তি পাবেন না। তাঁকে আরো কয়েকটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলোতেও সাবেক প্রধানমন্ত্রীকে জামিন নিতে হবে।
খন্দকার মাহবুব হোসেন আশা করছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার মতো একটি বড় মামলায় যেহেতু খালেদা জিয়ার জামিন বহাল রয়েছে, ফলে অন্যান্য মামলায়ও তিনি সহজেই জামিন নিয়ে মুক্তি পাবেন।
খালেদা জিয়াকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরোধিতা করে দুর্নীতি দমন কমিশন ও রাষ্ট্রপক্ষ উভয়েই আপিল করেছিল। আপিল বিভাগ দুটি আবেদনই খারিজ করে দিয়েছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার মাওদুদ আহমদ বলেন, ‘আপিলের আদেশের পরও খালেদা জিয়ার মুক্তি পেতে কিছুটা বিলম্ব হবে। কারণ, সরকার নানা কৌশলে তাঁর মুক্তি বিলম্বিত করার চেষ্টা করবে। নিম্ন আদালতে কতগুলো মামলায় তাঁকে আসামি করা হয়েছে। সেই মামলাগুলোতে তাঁর জামিনের ব্যবস্থা করতে হবে। আমাদের সে সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা চেষ্টা করব এগুলো দ্রুত করার। আপিল বিভাগ যেহেতু এ মামলায় জামিন বহাল রেখেছেন, তাই আমার বিশ্বাস, অন্যান্য মামলায়ও তিনি জামিন পেয়ে শিগগির আমাদের মাঝে ফিরে আসবেন।’
এক প্রশ্নের জবাবে মওদুদ আহমদ বলেন, ‘কুমিল্লায় তিনটি মামলা, ঢাকায় দুটি মামলা এবং নড়াইলে একটি মামলায় খালেদা জিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এসব মামলা ভিত্তিহীন। শুধু তাঁকে আটকে রাখার জন্যই এসব মামলায় আসামি করা হয়েছে।’
আদেশে আপিল বিভাগ বলেছেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় হাইকোর্টে পেপারবুক প্রস্তুত। বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চকে দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আবেদন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত।

মাত্র এসএসসি পাশ করেই বিশ্ববিদ্যালয়ের ভিসি

মাত্র এসএসসি পাশ করেই  বিশ্ববিদ্যালয়ের ভিসি

চিন্তায় পড়েছেন নাকি...?? মাধ্যমিক পরিক্ষায় ফলাফল খারাপ করেও, বিশ্ববিদ্যালয়ের ভিসি (দেখুন ভিডিও সহ)





যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নিজের ঘরে ঠাঁই হলো সাবজান বিবির পুলিশের অর্থায়নে তৈরি হয়েছে নতুন বাড়ি, অভিযুক্তদের আনা হয়েছে আইনের আওতায়

যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নিজের ঘরে ঠাঁই হলো সাবজান বিবির  পুলিশের অর্থায়নে তৈরি হয়েছে নতুন বাড়ি, অভিযুক্তদের আনা হয়েছে আইনের আওতায়


যমুনা টিভিতে সংবাদ প্রচারের পর নিজের ঘরে ঠাঁই হলো সাবজান বিবির 
পুলিশের অর্থায়নে তৈরি হয়েছে নতুন বাড়ি, অভিযুক্তদের আনা হয়েছে আইনের আওতায়


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন।




ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বিভিন্ন সময় বাচ্চা চুরি হওয়ার অভিযোগ পাওয়া যায়। পুলিশের তথ্য বলছে, জাহানারা এবং ফরিদাই এই সিন্ডিকেটের মূল হোতা। তাদের গ্রেফতারও করা হয়, কিন্তু পরবর্তীতে জামিনে বের হয়ে এসে তারা আবারও অবস্থান নিয়েছে হাসপাতালে। গত ৩০ বছরের পুরনো এই বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল নিউজ 


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ বছরের পুরনো বাচ্চা চোর সিন্ডিকেটের মুখোশ উন্মোচন 
করেছে নিউজ টোয়েন্টিফোরের টিম আন্ডারকভার। 
সেয়ার করুনঃ জন সার্থে।

কাজলা দিদি

কাজলা দিদি
                                                 কাজলা দিদি
           যতীন্দ্রমোহন বাগচী

                                
                                                    বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
                                                    মাগো আমার শোলক্-বলা কাজলা দিদি কই?
                                                    পুকুর ধারে লেবুর তলে,
                                                    থোকায় থোকায় জোনাক জ্বলে,
                                                    ফুলের গন্ধে ঘুম আসে নাএকলা জেগে রই,
                                                    মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই?
                                                    সেদিন হতে কেন মা আর দিদিরে না ডাকো;
                                                    দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো?
                                                    খাবার খেতে আসি যখন
                                                    দিদি বলে ডাকি তখন,
                                                   ও-ঘর থেকে কেন মা আর দিদি আসে নাকো?
                                                   আমি ডাকিতুমি কেন চুপটি করে থাকো?
                                                   বল্ মা দিদি কোথায় গেছেআসবে আবার কবে?
                                                   কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে!
                                                   দিদির মত ফাঁকি দিয়ে
                                                   আমিও যদি লুকাই গিয়ে
                                                   তুমি তখন একলা ঘরে কেমন ক'রে রবে?
                                                   আমিও নাই---দিদিও নাই---কেমন মজা হবে!
                                                   ভূঁই-চাঁপাতে ভরে গেছে শিউলী গাছের তল,
                                                   মাড়াস্ নে মা পুকুর থেকে আনবি যখন জল |
                                                   ডালিম গাছের ফাঁকে ফাঁকে
                                                   বুলবুলিটা লুকিয়ে থাকে,
                                                   উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল,
                                                   দিদি যখন শুনবে এসে বলবি কি মা বল্ |
                                                   বাঁশ-বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই,
                                                   এমন সময় মাগো আমার কাজলা দিদি কই?
                                                   লেবুর তলে পুকুর পাড়ে
                                                   ঝিঁঝিঁ ডাকে ঝোপে ঝাড়ে,
                                                   ফুলের গন্ধে ঘুম আসে নাতাইতো জেগে রই,---
                                                   রাত্রি হোল মাগোআমার কাজলা দিদি কই?

বাংলাদেশের জন্য রাখা ২০ টন মরা পশুর মাংস জব্দ

বাংলাদেশের জন্য রাখা ২০ টন মরা পশুর মাংস জব্দ
পশ্চিমবঙ্গে টানা পুলিশি অভিযানে ব্যাপক পরিমাণ মরা পশুর মাংস উদ্ধার করেছে কলকাতা পুলিশ। একের পর এক মরা মুরগি, মরা পশুর মাংসের বিক্রেতারা ধরা পড়ার পর উত্তাল হয়ে উঠেছে পুরো রাজ্য।

পুলিশের জিজ্ঞাসাবাদে মাংস ব্যবসায়ীরা জানিয়েছেন, এসব পচা মাংস বাংলাদেশ ও নেপালে পাচার হবে। কলকাতার অনেকেই এ কারবারের জড়িত।
জানা গেছে, ২৫ এপ্রিল মরা পশুর মাংস পুলিশের নজরে আসে। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার এলাকায় অভিযান চালিয়ে গোডাউন থেকে ২০ টন মরা পশুর মাংস বাজেয়াপ্ত করে ভারতীয় পুলিশ। এ কাজে জড়িত হাওড়া ও নদীয়া জেলা থেকে মোট ১৪ জন ব্যবসায়ীকে আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ আরও প্রচুর পরিমাণে মরা পশুর মাংসের সন্ধান পায়।
এদিকে পশিচমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মরা মাংসের বিষয়ে ভীষণ রাগান্বিত। তিনি বলেছেন, এসবের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করা হবে। সতর্কতামূলক প্রত্যেক জেলায় অতিরিক্ত পুলিশি নজরদারি রাখা হয়েছে।
মাংস পাচারের ঘটনায় গয়েশপুর পৌরসভার প্রাক্তন সিপিআই এম কাউন্সিলর মানিক মুখোপাধ্যায়কে নদীয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে বজবজ থানা পুলিশ।

'শারীরিক সম্পর্কের' বিনিময়ে ডিগ্রি-অর্থের আশ্বাস শিক্ষিকার!

'শারীরিক সম্পর্কের' বিনিময়ে ডিগ্রি-অর্থের আশ্বাস শিক্ষিকার!
কলেজের কর্মকর্তাদের যৌন সুবিধা দেওয়ার বিনিময়ে মিলবে অর্থ। সেই সঙ্গে পাওয়া যাবে অ্যাকাডেমিক সনদও। স্নাতক পড়ুয়া চার শিক্ষার্থীকে এমন প্রস্তাব দিয়েছিলেন তামিলনাড়ুর একটি কলেজের একজন শিক্ষিকা।
স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই শিক্ষিকার কথোপকথোনের একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। এর পরই বিষয়টি নিয়ে তদন্ত করতে পুলিশকে জানায় রাজ্যের বিরুদ্ধনগর শহরের দেভাঙ্গা আর্ট কলেজ কর্তৃপক্ষ।  


অভিযুক্ত ওই শিক্ষিকার নাম নির্মলা দেবী। তিনি এক দশক ধরে ওই কলেজে গণিতের অধ্যাপক হিসেবে নিযুক্ত রয়েছেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে কলেজ কর্মকর্তাদের শারীরিক সুবিধা দেওয়ার বিনিময়ে শিক্ষার্থীদের অর্থের-ডিগ্রির প্রতিশ্রুতি দিতে শোনা গেছে। একই সঙ্গে শিক্ষার্থীদের বিষয়টি চেপে রাখার পরামর্শ দেওয়া হয়।
এই অডিও ক্লিপের জের ধরে শিক্ষার্থীরা কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে গত মাসে ওই শিক্ষিকাকে বহিষ্কার করা হয়। পরে কলেজ ও স্থানীয় একটি নারী সমিতির পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে একটি মামলা করে পুলিশ।
তামিলনাড়ু রাজ্যের মৎস্যবিষয়ক মন্ত্রী ডি জয়াকুমার সাংবাদিকদের বলেন, এ ধরনের অপরাধীদের কখনোই বরদাস্ত করা হবে না এবং তার বিরুদ্ধে সরকার অবশ্যই ব্যবস্থা নেবে।
এ বিষয়ে রাজ্যের রাজনৈতিক দল ডিএমকে প্রধান স্টালিন সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে বলেন, একজন শিক্ষক যিনি শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ, তিনি শিক্ষার্থীদের জীবন নষ্ট করার চেষ্টা করেছেন। তাই এর তদন্তভার গোয়েন্দাদের ওপর দেওয়া উচিত।

অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন রুবেল

অবশেষে স্ত্রীকে প্রকাশ্যে আনলেন রুবেল
২০১৪ সালের শেষ দিকে মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সঙ্গে সম্পর্কে জেরে আলোচনায় আসেন তারকা ক্রিকেটার ফার্স্ট বোলার রুবেল হোসেন। সে সময় বিষয়টা আদালত পর্যন্ত গড়ায়। পরে আদালত কোনো সাক্ষ্য-প্রমাণ না পাওয়ায় রুবেল-হ্যাপি গল্পের সমাপ্তি ঘটে। সেই রুবেল বিয়ে করেছেন অনেক আগেই। কিন্তু এতদিন পর তিনি স্ত্রীকে প্রকাশ্যে আনলেন।  


আজ শনিবার নিজের ফেসবুক পেজে স্ত্রীর সঙ্গে তোলা দুটো ছবি আপলোড করছেন রুবেল। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার স্ত্রী।’জানা গেছে, ২০১৫ সালের ফেব্রুয়ারিতে বিয়ে করেন রুবেল হোসেন। তার স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা। কিন্তু বিয়ে সম্পর্কিত বিষয়টি সবসময় এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন রুবেল। অবশেষে তিনি ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আনলেন।

রুবেল হোসেন আপাতত ক্রিকেটের বাইরে আছেন। শ্রীলঙ্কা সফর শেষ করে ঘরোয়া লিগে কোনো ম্যাচ খেলেননি তিনি। কয়েক দিন আগে ফেসবুকে তিনি জানিয়েছিলেন, তিনি অসুস্থ এবং নিজ জেলা বাগেরহাটেই অবস্থান করছেন।
২০০৯ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলছেন পেসার রুবেল হোসেন। তিনি এখন পর্যন্ত ২৫টি টেস্ট, ৮৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন।

৮৯ শতাংশ বাস চালকই মাদকাসক্ত |

৮৯ শতাংশ বাস চালকই মাদকাসক্ত |
রাজধানীর অধিকাংশ বাসচালকই মাদকের সাথে জড়িত
যমুনা টেলিভিশনের অনুসন্ধানে ধরা পড়েছে ভয়াবহ এমন চিত্র 
বেসরকারি সংস্থার জরিপ বলছে- ৮৯ শতাংশ বাস চালকই মাদকাসক্ত

প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তানকে খুন, আটক বাবা

প্রতিপক্ষকে ফাঁসাতে সন্তানকে খুন, আটক বাবা
রাজধানীর বাড্ডায় ছেলে আউসারকে হত্যার অভিযোগে বাবা জাহিদকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, জাহিদের সাথে প্রতিবেশি হেলাল ও জলিলের শত্রুতা ছিলো। তাদেরকে শায়েস্তা করতে ১৭ এপ্রিল রাতে ১২ বছরের সন্তান আউসারকে বাড়ির পাশে ডেকে নিয়ে যায় বাবা জাহিদ।
সেখানে মজিদের সহায়তায় আউসারকে হত্যা করা হয়। পরে হেলাল, জলিলসহ কয়েকজনকে আসিম করে হত্যা মামলা দায়ের করেন জাহিদ। পুলিশ মজিদকে আটক করলে সে হত্যার ঘটনা স্বীকার করে। এরপর আউসারের বাবা জাহিদকে গ্রেফতার করা হয় সন্তান হত্যার দায়ে। জাহিদ ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছে। এ ঘটনায় নতুন করে আরেকটি মামলা চালু করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মশাল মিসিলের নাম শুনেছেন এমনকি দেখেছেনও, কিন্তু কোনদিনও কি মশারী মিসিলের নাম শুনেছেন কিংবা দেখেছেন ?

মশাল মিসিলের নাম শুনেছেন এমনকি দেখেছেনও, কিন্তু কোনদিনও কি মশারী মিসিলের নাম শুনেছেন কিংবা দেখেছেন ?
মশাল মিসিলের নাম শুনেছেন এমনকি দেখেছেনও, কিন্তু কোনদিনও কি মশারী মিসিলের নাম শুনেছেন কিংবা দেখেছেন ? 

জি হ্যাঁ অবিশ্বাস্য এই কাজটিই করেছেন সিলেটবাসী । 

'রাতে ঘুমাতে পারিনা, মশার জ্বালায় বাচিনা।অ্যাকশান অ্যাকশান, মশার বিরুদ্ধে অ্যাকশান / মশামুক্ত সিলেট চাই, হইলে মশা মাইরা দে, নইলে গদি ছাইড়া দে' । 

এসব স্লোগান সহকারে ৩/৪ টি মশারী টানিয়ে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সকাল ১১ টায় নগরবাসী মশারী মিসিল বের করে । 

চলন্ত প্লেনে উড়ন্ত পাখি! দেখুন ভিডিও

চলন্ত প্লেনে উড়ন্ত পাখি! দেখুন ভিডিও
চলন্ত প্লেনে উড়ন্ত পাখি! দেখুন ভিডিও

ব্যাংকক থেকে দোহাগামী একটি প্লেনের ভেতর ঢুকে পড়লো একটি ছোট্ট পাখি।
ওই ফ্লাইটের যাত্রীদের কাছ থেকে জানা যায়, প্লেনটি যখন চলছিল তখন কোথা থেকে যেন লুকিয়ে থাকা একটি পাখি বের হয়ে আসে। স্বাভাবিকভাবেই এসময় যাত্রীরা চমকে ওঠেন। কিন্তু নতুন এই আগন্তুককে কে খুব সহজেই মেনে নেন প্লেনের যাত্রীরা।

এসময়ত জেক বাকিংহাম নামের একজন ২৯ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পাখিটির গতিপথ ভিডিও করেন। কাতার ফ্লাইটের ব্যাংকক থেকে দোহাগামী প্লেনে এটি ঘটে।

প্লেনটি যখব ৩৯ হাজার ফিট উপরে ছিল তখনই এই পাখিটিকে প্লেনের ভেতর উড়তে দেখা যায়।

এর আগে ডেলটা এয়ার লাইন্সের একটি বিমানকে জরুরী অবতরণ করতে হয়েছিল শুধুমাত্র একটি পাখি বিমানের ভেতর পাওয়া গিয়েছিল বলে।



ভারতীয় সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে: মমতা

ভারতীয় সিরিয়ালের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে: মমতা


ভারতীয় সিনেমা এবং সিরিয়ালের কারণে সামাজিক সমস্যা বাড়ছে বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের এই নেত্রী বলেন, ‘আমাদের সিনেমা ও সিরিয়ালে আজকাল আমরা সমাজের খারাপ দিকটা দেখিয়ে দেই। অথচ আমাদের মনে রাখতে হবে, আজকাল ভালো জিনিস লোকে খুব কম গ্রহণ করে। খারাপ জিনিসটা অনেক তাড়াতাড়ি গ্রহণ করে। তাই চেষ্টা করতে হবে খারাপ জিনিসটা না দেখানোর।’ গতকাল শুক্রবার কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে পশ্চিমবঙ্গের প্রায় ২৫ হাজার কেবল অপারেটর ও ৩০টির মতো এমএসওদের নিয়ে এক বৈঠকে মমতা এসব কথা বলেন। এ সময় সেখানে টলিউডের একঝাঁক তারকা, পরিচালক ও প্রযোজক উপস্থিত ছিলেন। বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের সঙ্গে যুক্ত প্রযোজক ও পরিচালকদের উদ্দেশে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক গল্প করুন বেশি বেশি করে। এক ঘরে তিন-তিনটে বউ দেখানোর দরকারটা কি?’ সিরিয়ালের গল্প নিয়ে ঠাট্টার ছলে মমতা বন্দোপাধ্যায় বলেন, ‘একটা ছেলের বাবা নেই, বাবার পরিচয় নেই। একজনের ঘরে তিন-চারটে বউ, তিন-চারটে কুটুন্তি (কুমন্ত্রণাদাত্রী)। একজন আরেকজনকে বিষ খাইয়ে দিচ্ছে। শাশুড়ি-বউয়ের মধ্যে রোজকার ঝামেলা। যত খারাপ খারাপ জিনিস যারা জানে না তাদেরও শিখিয়ে দেওয়া হচ্ছে সিরিয়ালের মধ্যমে। এর ফলে সমাজে অনেক সমস্যা তৈরি হচ্ছে। সামজিক অবক্ষয় ঘটছে।’ এদিন তৃণমূল কংগ্রেসের নেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব নিয়েও সরব হন। তিনি বলেন, এখন ইউটিউবের মাধ্যমে যা দেখানো হচ্ছে, তা আগেকার লোক দেখলে তো আঁতকে উঠত। সবকিছু সহ্য হয়ে গেছে তাই যা রক্ষে।

সিগারেট-জর্দ্দাখাওয়ার শরয়ী বিধান:

সিগারেট-জর্দ্দাখাওয়ার শরয়ী বিধান:

সিগারেট-জর্দ্দাখাওয়ার শরয়ী বিধান:



---------------------------------
কোরআন হাদীসের আলোকে সিগারেট জরদা খাওয়া হারাম।
প্রমাণ হচ্ছে:
(১) সিগারেটের গায়ে লেখা থাকে ধুমপান মৃত্যু ঘটায়": আল্লাহর বাণী-
ﻭﻻ ﺗﻠﻘﻮﺍ ﺑﺎﻳﺪﻳﻜﻢ ﺍﻟﻲ ﺍﻟﺘﻬﻠﻜﺔ
"তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো
না।" [বাকারা-১৯৫]
সবাই জানে কীভাবে সিগারেট
একজন মানুষকে তিলে তিলে শেষ করে দেয়।
(২) সিগারেট-জর্দ্দা নেশাজাতীয় জিনিস : নবী (সা)
বলেছেন- " প্রত্যেক নেশার বস্তুই মাদক (খামার)
আর প্রত্যেক নেশার জিনিসই হারাম।" [মুসলিম-২০০৩]
(৩) কেউ একসাথে ১০ টি সিগারেট খেলে তার
নেশা হতে বাধ্য : রাসূল (সা) বলেছেন- "যা অধিক
সেবন করলে নেশার সৃষ্টি হয় তা কম সেবন করাও
হারাম।" [তিরমিযি-১৮৬৫, আবু দাঊদ-৩৬৮১]
(৪) সিগারেট-
জর্দ্দাঅপবিত্র জিনিস : আল্লাহ বলেন-
ﻭﻳﺤﻞ ﻟﻬﻢ ﺍﻟﻄﻴﺒﺎﺕ ﻭﻳﺤﺮﻡ ﻋﻠﻴﻬﻢ ﺍﻟﺨﺒﺎﺋﺚ
তোমাদের জন্য পবিত্র বস্তু হালাল ও অপবিত্র বস্তু হারাম করা হয়েছে।" [আরাফ-১৫৭]
(৫) সিগারেট জর্দ্দায়
কোন ফায়দা নেই, এটা অপব্যায় : আল্লাহ বলেন-
ﺃﻥ ﺍﻟﻤﺒﺬﺭﻳﻦ ﻛﺎﻧﻮﺍ ﺇﺧﻮﺍﻥ ﺍﻟﺸﻴﺎﻃﻴﻦ
"নিশ্চয়ই অপব্যায়কারী শয়তানের ভাই।" [সূরা ইসরা-২৭]
(৬) সিগারেটের ধোঁয়ায় মানুষ চরম কষ্ট পায় : রাসূল
(সা) বলেন- "যে ব্যক্তি আখিরাতে বিশ্বাস রাখে,
সে যেন প্রতিবেশীকে কষ্ট না
দেয়।" [বুখারী]
(৭) সিগারেট পুষ্টিকরও নয়, ক্ষুধা
নিবারণ মূলকও নয় : জাহান্নামীদের খাবারের
প্রসঙ্গে আল্লাহ বলেন- "এটা তাদের পুষ্টিও
যোগাবে না ক্ষুধাও নিবারণ করবে না।" [গাশিয়াহ-৭]
আলিমদের মত : সিগারেট-জর্দ্দা খাওয়াকে শাইখ
মুহাম্মাদ বিন সালিহ আল উছায়মীন (রাহ), শাইখ আবদুল্লাহ
বিন বায (রাহ), আল্লামা মুহাম্মাদ বিন ইবরাহীম অসংখ্য
উলামায়ে কেরাম হারাম বলেছেন।
শেষ কথা : রাসূল (সা) বলেছেন- "আমার কিছু উম্মত
মদ পান করবে, কিন্তু নাম দিবে ভিন্ন।" [ইবনে
মাজাহ-৪০২০] কী বুঝলেন ভাই?
[বিঃদ্রঃ সিগারেট-জর্দ্দা
দুটোতেই তামাক পাতা থাকে। এগুলোকে আলাদা
করে দেখার কোন অবকাশ নেই।]
আল্লাহ আমাদেরকে সুস্পষ্ট হারাম ও সন্দেহযুক্ত
হারাম থেকে বাঁচিয়ে রাখুন। আমীন।
পোস্টটি শেয়ার করে ছওয়াব লাভ করুন।
----------------------
----------------------
সিগারেট কি হারাম?
ধূমপান বর্তমানে প্রচুর সমস্যা ও ক্ষতির কারন হয়ে দাঁড়িয়েছে সেই সাথে ধূমপানের সমস্যাগুলো অনেক দ্রুত ছড়িয়ে পড়ছে। ধূমপান হারাম না হালাল সেটা ব্যাখ্যা করার আগে একটা ব্যাপার বলে নেয়া জরুরি, আল্লাহ পৃথিবীর সকল কিছুকে দুই ভাগে ভাগ করেছেন। ভালো বা হালাল এবং খারাপ বা হারাম। এখানে তৃতীয় কোন প্রকার নেই। আল্লাহ বলেনঃ
• তাদের জন্য যাবতীয় পবিত্র বস্তু হালাল ঘোষনা করেন ও নিষিদ্ধ করেন হারাম বস্তুসমূহ (সূরা আরাফ :১৫৭)
সুতরাং ধূমপান হয় হালাল হবে নতুবা হারাম হবে। অন্য আর যে যা বলে তা গ্রহনযোগ্য হবে না।
এবার আসুন ধূমপান এর ব্যাপারে বর্তমানে বিজ্ঞানী এবং ডাক্তাররা একমত যে স্বাস্থ্যের জন্য ধুপমান মারাত্মক ক্ষতিকর। ফুসফুসের ক্যান্সারসহ আরো মারাত্মক রোগের মূল কারন ধূমপান। ধূমপায়ী মায়েদের সন্তান বিকলাঙ্গ হবার সম্ভাবনা অনেক বেশি। স্কুল কলেজে ধূমপান এর অপকারিতা নিয়ে অনেক রচনা অনেকেই লিখেছেন। আর এটা তো জানাই যে ধূমপান মৃত্যুর একটা বড় কারন। CDC (Center for Disease Control) এর হিসাবে প্রতি বছর বার্ধক্যজনিত কারন, দূর্ঘটনা, HIV তে যত মানুষ মারা যায় তার মোট সংখ্যার চেয়ে শুধুমাত্র ধূমপানে বেশি মানুষ মারা যায়। লেখার শেষে লিঙ্ক দেয়া আছে, আরো বিস্তারিত আছে সেই ব্যাপারে। American Cancer Society এর হিসাবে ২০১৩ সালেই ২২৮১৯০ জন ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়েছে তামাকের কারনে। আর ১৫৯৪৮০ জন মারা গেছেন একই কারনে। সুতরাং ধূমপান যে কতটা ভয়াবহ তা বুঝতে পারার কথা। খুব স্বাভাবিকভাবেই বলা যায় ধূমপান হচ্ছে বিষপান, আত্মহত্যার একটা দীর্ঘ উপায়। আর আল্লাহ বলেছেন,
• তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। (কোরান নিসা :২৯)।
এছাড়াও নবী মুহাম্মদ(সা) বলেছেন,
# এখানে (ইসলামে ) এমন কিছুই নেই যা খারাপ বা খারাপ করতে পারে । (Arabic "laa darar wa laa diraar")
তিনি আরো বলেন, “তোমার শরীরের তোমার উপর অধিকার আছে।” একটু আগেই দেখিয়েছি কিভাবে ধূমপান মানুষকে শেষ করে দেয়। ধূমপান করা মানে হচ্ছে শরীরের উপর অত্যাচার করা। সুতরাং ধূমপানের মধ্য দিয়ে আমরা শরীরের অধিকার নষ্ট করছি, বিচারের দিনে এর হিসাব আমাদের দিতে হবে।
আর যেখানে সেখানে ধূমপান যে অধূমপায়ীদের অনেক সমস্যার সৃষ্টি করে তা না বললেই চলে। সিগারেটের বাজে গন্ধ অনেকের সহ্য হয় না আবার অনেকের অ্যাজমা থাকলে তাদেরও সমস্যা হয়। আর সিগারেটের বাজে গন্ধ ফেরেশতাদেরও সমস্যা করে। আর এই ব্যাপারে আল্লাহ বলেছেন,
• যারা বিনা অপরাধে মুমিন পুরুষ ও মুমিন নারীদেরকে কষ্ট দেয়, তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্য পাপের বোঝা বহন করে। (সূরা আহযাব :৫৮)।
আর CDC এর হিসেবে প্রতি বছর গড়ে ৪৯৪০০ অধূমপায়ী মারা যায় ধুমপায়ীদের ধোঁয়ার কারনে আক্রান্ত হয়ে। এই মানুষগুলোকে আসলে হত্যা করে ধুমপায়ীরা বিনা কারনে। আর বিনা কারনে কাউকে হত্যার ব্যাপারে আল্লাহ বলেছেন-
• যে কেউ প্রাণের বিনিময়ে প্রাণ অথবাপৃথিবীতে অনর্থ সৃষ্টি করা ছাড়া কাউকে হত্যা করে সে যেন সব মানুষকেই হত্যা করে। (সূরা মায়িদা :৩২)
যে জিনিস এতো সমস্যার সৃষ্টি করে তা না বললেও চলে। সুতরাং এই পথে অর্থ ব্যায় অপব্যায় হিসেবেই গন্য হবে। আর এটা তো জানাই যে
• নিশ্চয় অপব্যয়কারীরা শয়তানের ভাই। শয়তান স্বীয় পালনকর্তার প্রতি অতিশয় অকৃতজ্ঞ। (সূরা বনী ইসরাইল:২৭)
# আর মুহাম্মদ(সা) বলছেন, “শেষ বিচারের দিন একজন মানুষকেও অগ্রসর হতে দেয়া হবে না যতক্ষন না সে হিসাব দেবে সে তার অর্জিত অর্থ কিভাবে খরচ করেছে”।
# হযরত নুমান ইবনে বাশীর (রা) হতে বর্ণিত আছে, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) বলেছেন: হালাল বা বৈধ সুস্পষ্ট এবং হারাম বা অবৈধও স্পষ্ট, আর এ দু’এর মধ্যবর্তী বিষয়গুলো হলো সন্দেহজনক। আর বেশীরভাগ লোকই সেগুলো (সম্পর্কে সঠিক পরিচয়) জানে না। অতএব যে ব্যক্তি ঐ সন্দেহজনক জিনিসিগুলোকে পরিহার করলো সে তার দ্বীন ও মান-সম্মানকে পবিত্র রাখলো। আর যে ব্যক্তি সন্দেহজনক জিনিসে জড়িয়ে পড়লো সে হারামের মধ্যে পড়ে গেল। (মুত্তাফিক আলাইহি)
উপরের আলোচনা থেকে আশা করি বুঝে যাবার কথা সিগারেট হারাম নাকি হালাল।
অনেকেই আছে নিজেদের সুবিধায় বলে যে সিগারেট মাকরুহ কিন্তু আগেই বলে দিয়েছি হয় হালাল না হয় হারাম। মাঝামাঝি কিছু নাই। হালালের বিভিন্ন শ্রেণীই হচ্ছে মুস্তাহাব, মুবাহ , মাকরূহ । তাই যারা ধূমপান করে তাদের উচিৎ যত দ্রুত সম্ভব ধূমপান ছেড়ে দেয়া। কাজটা অনেক কঠিন কিন্তু একেবারেই অসম্ভব না। । আল্লাহ আমাদের সকল হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক ।

প্রতিবেদকঃ 
খন্দকার সাইদুল আলম

বৃহস্পতিবার সাফল্য উদযাপনের অনুষ্ঠানস্থলে ব্যাগ বহন করা যাবে না

বৃহস্পতিবার সাফল্য উদযাপনের অনুষ্ঠানস্থলে ব্যাগ বহন করা যাবে না





স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা অর্জন উপলক্ষে আগামী ২২ মার্চ রাজধানীসহ সারা দেশে জাতীয়ভাবে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।


এর অংশ হিসেবে এদিন সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা প্রদান করা হবে।

প্রধানমন্ত্রীর সংবর্ধনাস্থলসহ সারা দেশে আয়োজিত অনুষ্ঠানে কেউ ব্যাগ, দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ওই কর্মসূচি বাস্তবায়নে সার্বিক নিরাপত্তার স্বার্থে এ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে মঙ্গলবার সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এর আগে ২২ মার্চের কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনীর প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২২ মার্চ সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেবে সরকার। সেখানে সব ধরনের নিরাপত্তা বিধান করা হবে।

তিনি বলেন, ওই দিন বিকাল ৪টায় রাজধানীর চারটি জোন থেকে ৯টি নির্দিষ্ট পয়েন্টে নিজ নিজ মন্ত্রণালয় ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের অভিমুখে বর্ণাঢ্য র‌্যালি নিয়ে প্রবেশ করবেন। এ বিষয়ে ডিএমপির পক্ষ থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। কোন মন্ত্রণালয় ও বিভাগ কোন রাস্তা দিয়ে র‌্যালি নিয়ে রওনা হবে এর একটি বিস্তারিত নকশা থাকবে।

মন্ত্রী জানান, ওই দিন সন্ধ্যা ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সবার জন্য উন্মুক্ত থাকবে। সেখানে সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এ অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে ট্রাফিক কন্ট্রোলসহ সব ধরনের নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করা হবে।

সাফল্য উদযাপন অনুষ্ঠানের নিরাপত্তার বিষয়ে আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা ওই দিন দেশব্যাপী এ অনুষ্ঠানে যে কোনো ধরনের নাশকতা এড়াতে সব ধরনের ব্যবস্থাগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি।

দাওয়াত না পেয়ে স্টেশন সুপারকে পেটালেন শ্রমিক লীগ নেতারা ২০ মার্চ ২০১৮, ২১:০২

দাওয়াত না পেয়ে স্টেশন সুপারকে পেটালেন শ্রমিক লীগ নেতারা ২০ মার্চ ২০১৮, ২১:০২


পাবনার ঈশ্বরদীতে রেলওয়ের বিশেষ সেবা সপ্তাহ অনুষ্ঠানে শ্রমিক লীগকে দাওয়াত না দিয়ে বিএনপিকে দাওয়াত দেওয়ার অভিযোগে স্টেশন সুপার (এসএস) আবদুল করিমকে পিটিয়েছেন শ্রমিক লীগ নেতারা।
আজ মঙ্গলবার সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে রেলের বিশেষ সেবা সপ্তাহের অনুষ্ঠান চলাকালে পাকশী বিভাগীয় কর্মকর্তাসহ সবার সামনেই এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ সকালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে পাকশী বিভাগীয় রেলওয়ের আয়োজনে রেলের বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, র‌্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি চলছিল। র‍্যালির শুরুতেই ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের নেতারা এসে র‌্যালিতে দাঁড়ানো স্টেশন সুপার আবদুল করিমকে পাজাকোলে তুলে নিয়ে সহকারী স্টেশন মাস্টারের কক্ষে নিয়ে যান। এরপর তাঁকে কিল ঘুষি মারতে থাকেন তাঁরা। এ সময় ভারপ্রাপ্ত ডিআরএম ও পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হকসহ বিভাগীয় রেলের অন্যান্য কর্মকর্তারা তাঁকে উদ্ধার করেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে পরিস্থিতি সামলে নিয়ে আবারও র‌্যালি শুরু করা হয়। র‌্যালি শেষে স্টেশন সুপারের সঙ্গে শ্রমিক লীগের নেতাদের সমঝোতা করিয়ে দেন রেল কর্মকর্তারা। এ সময় ঈশ্বরদী রেল শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন মিলনসহ নেতারা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন।
ঘটনা প্রসঙ্গে ঈশ্বরদী রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি রফিকুল হাসান স্বপন বলেন, ‘সরকারি কর্মসূচিতে আমাদের দাওয়াত না দিয়ে বিএনপির লোকজনদের দাওয়াত দেওয়া হয়েছে। এ কারণে আমরা অনুষ্ঠানস্থলে গিয়ে প্রতিবাদ জানিয়েছি।’
মারধরের কথা অস্বীকার করে শ্রমিক লীগ নেতা বলেন ‘কর্মকর্তাদের উপস্থিতিতে ঘটনাটি সমঝোতা করা হয়েছে।’
ঈশ্বরদীর স্টেশন সুপার (এসএস) আবদুল করিম বলেন, ‘এ অনুষ্ঠানে তাদের দাওয়াত না দেওয়ার অভিযোগ এনে তাঁরা আমাকে লাঞ্ছিত করেছে। কিন্তু এ অনুষ্ঠানটি পাকশী বিভাগীয় রেলের। ফলে আমি দাওয়াত দেওয়ার কেউ না। তার পরও উপজেলা শ্রমিক লীগের সভাপতি জাহাঙ্গীর হোসেনকে আমি অনুষ্ঠান সম্পর্কে আগেই জানিয়েছিলাম।’
পাকশী বিভাগীয় রেলওয়ের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক (ডিআরএম) ও পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ আসাদুল হক বলেন,‘ভুল বোঝাবুঝিতে ঘটনাটি ঘটেছে । তবে ভুল বুঝতে পেরে তাঁদের মধ্যে সমঝোতা করিয়ে আমরা সেবা সপ্তাহের অনুষ্ঠান পালন করেছি।’

বাংলাদেশ সৃষ্টির পরই ভারতের দখল করা উচিত ছিল: বিজেপি নেতা

বাংলাদেশ সৃষ্টির পরই ভারতের দখল করা উচিত ছিল: বিজেপি নেতা



ভারতের আসাম রাজ্যের বিজেপি নেতা ও রাজ্যসভার এমএলএ শিলাদিত্য দেব বাংলাদেশকে নিয়ে ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন।
তিনি সোমবার স্থানীয় একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘বাংলাদেশ সৃষ্টি করাই ছিল একটি বিরাট ভুল। বিগত দশকগুলোতে আসামে মুসলমানদের যে আগমন ঘটেছে তা এই ভুলের কারণেই হয়েছে।’
শিলাদিত্য আরও বলেন, ‘৭১ সালে যখন তৎকালীন পূর্ব পাকিস্তানকে স্বাধীন করে (ভারতের) প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভুল করেছিলেন। নতুন জন্ম নেয়া বাংলাদেশকে ভারতের অংশ হিসেবে দখল করে নেয়নি কংগ্রেস সরকার। যদি তখন এটিকে ভারতের অংশ করে নেয়া হতো তাহলে ভুলের মাশুলটা আদায় হতো।’
টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, এমন বক্তব্যের পর পত্রিকাটির পক্ষ থেকে শিলাদিত্যের সাথে যোগাযোগ করা হয়। তখনও তিনি তার বক্তব্যে অটল থেকে বলেছেন, ‘রাজ্যের (আসাম) জনসংখ্যার চিত্র বদলে যাবার পেছনে মূলত প্রতিবেশি দেশটি থেকে মুসলিমদের আগমনই দায়ী।’


তথ্য সুত্রঃ https://www.jamuna.tv/news/28510

শিক্ষিকাকে ধর্ষণ, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

শিক্ষিকাকে ধর্ষণ, সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা




মাগুরা : এক স্কুলশিক্ষিকাকে ধর্ষণের অভিযোগে মাগুরা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ রেজাউল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শেখ মফিজুর রহমান বৃহস্পতিবার এই গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার বাদী জেলার সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
ওই স্কুলশিক্ষিকার অভিযোগ, একটি ব্যাংকে চাকরির জন্য ২০১৫ সালের ১৮ এপ্রিল জেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি শেখ রেজাউল ইসলামের সঙ্গে তিনি যোগাযোগ করেন। সেদিনের পরিচয়ের সূত্র ধরে রেজাউল ইসলাম সুমন নামে অপর এক ছাত্রলীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠানে ডেকে নিয়ে বিয়ের আশ্বাস ও নানাভাবে ভয় দেখিয়ে প্রায়শই তাকে ধর্ষণ করে। এতে অন্তঃসত্ত্বা হয়ে পড়লেও বিয়ের আশ্বাসের পাশাপাশি ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক গর্ভপাত করান ওই নেতা। কিন্তু বিয়ের বিষয়টি চূড়ান্ত না করে উল্টো বন্ধুদের দিয়ে একাধিকবার তাকে হত্যার হুমকি দেন রেজাউল। যে কারণে বাধ্য হয়ে তিনি প্রতিকার চেয়ে এই মামলাটি দায়ের করেছেন।
স্কুলশিক্ষিকার দায়েরকৃত মামলাটির আইনজীবী ওমর ফারুক জানান, ওই স্কুলশিক্ষিকার অভিযোগ দায়েরের পর মাগুরার নারী ও নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক শেখ মফিজুর রহমান ঘটনা তদন্তের জন্য সদর উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সালাম আকতারকে দায়িত্ব দেন। এ ঘটনার পর মহিলাবিষয়ক কর্মকর্তার তদন্তে প্রাথমিক সত্যতা প্রমাণিত হওয়ায় এবং তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বৃহস্পতিবার ট্রাইব্যুনালের বিচারক মামলাটি আমলে নিয়ে সাবেক ছাত্রলীগ সভাপতি রেজাউল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
এ বিষয়ে সদর থানার ওসি ইলিয়াস হোসেন বলেন, আদালত থেকে তাকে গ্রেফতারের বিষয়ে কোনো কাগজপত্র আসেনি। তবে এমন নির্দেশনা পেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

তথ্য সুত্রঃ http://amar-desh24.com/bangla/index.php/details/crime,focus,violenceAgainstWomen,womennews/21885

সম্পদের ভাণ্ডার সর্বকনিষ্ঠ এমপি

সম্পদের ভাণ্ডার সর্বকনিষ্ঠ এমপি

দেশের সর্বকনিষ্ঠ এমপি নাটোরের জুনাইদ আহম্মেদ পলক। তার স্ত্রী আরিফা জেসমিন কর্মজীবন শুরু করেন নাটোরের সিংড়া সদরের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা হিসেবে। ২০১১ সালের শুরুতে মনোবিজ্ঞানের প্রভাষক হিসেবে স্থানীয় দমদমা স্কুল অ্যান্ড কলেজে চাকরি নেন। ২০০৮ সালে তার সম্পদ বলতে ছিল সর্বসাকুল্যে ১৫ শতক মাঠের জমি, ব্যাংকে ৫০ হাজার টাকা, নগদ ১০ হাজার টাকা, ১০ ভরি সোনা, ২৫ হাজার টাকা দামের একটি রেফ্রিজারেটর ও ১০ হাজার টাকা দামের একটি মোবাইল ফোন।

ঠিক পাঁচ বছরের মাথায় এখন তিনি ভিশন বিল্ডার্স লিমিটেড কোম্পানির ৮০ ভাগ শেয়ারের মালিক। এখন তার সঞ্চয়পত্র আছে ২০ লাখ টাকার, ২৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের (ঢাকা-মেট্রো-গ-৩৩-০২৪৫) একটি অত্যাধুনিক প্রাইভেট কার। সোনা ১০৩ ভরি ও নগদ রয়েছে ১০ লাখ ও ব্যাংকে তিন লাখ ৮০ হাজার ৮৭৩ টাকা। একটি ডেস্কটপ ও একটি ল্যাপটপ, এসি ও ফ্রিজ। খাট, ড্রেসিং টেবিল, ডাইনিং টেবিল, সোফা, আলমারী ও ওয়্যারড্রবসহ সোনা এবং সব ইলেকট্রনিকস সামগ্রী এই শিক্ষিকা উপহার হিসেবে পেয়েছেন বলে তিনি এগুলোর দাম জানেন না। আগে ১৫ শতক জমির মালিক হলেও এখন তার মালিকানায় রয়েছে ৭৬২ শতক জমি। এর মধ্যে সিংড়া পৌরসভার প্রাণকেন্দ্রে ৩০০ শতক অকৃষি জমিও উপহার হিসেবে পেয়েছেন বলে এর দামও তিনি জানেন না!
আরিফা জেসমিনের স্বামী বর্তমান সংসদের সর্বকনিষ্ঠ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক। ২০০৮ সালে পলকের ব্যাংকে ছিল ২০ হাজার টাকা। নগদ ছিল ৩০ হাজার আর সঞ্চয়পত্র ছিল ১৮ হাজার টাকার। তার নিজের কোনো স্বর্ণ ছিল না। অস্থাবর সম্পদের মধ্যে ছিল ৩০ হাজার টাকার একটি কম্পিউটার, ২০ হাজার টাকার একটি মোবাইল আর ৮০ হাজার টাকার আসবাবপত্র। স্থাবর সম্পদের মধ্যে ছিল এক বিঘা কৃষি জমি ও ১৮ শতক ভিটা জমি, দুইটি দোকানঘর আর একটি গুদাম। বার্ষিক আয়-ব্যয় উভয়ই ছিল এক লাখ ১৮ হাজার টাকা। চার খালাতো ভাই, দুলাভাই, চাচা ও দলীয় নেতাকর্মীদের কাছ থেকে দান ও ঋণ নিয়ে নির্বাচনী খরচ চালানো এমপি পলক পাঁচ বছর পরে বর্তমানে তার বার্ষিক আয় ২৫ লাখ ১১ হাজার ৫২ টাকা বলে তিনি ১০ম সংসদ নির্বাচনে তার হলফনামায় উল্লেখ করেছেন। এখন তার ব্যাংকে রয়েছে চার লাখ ৬১ হাজার ৪০৪ টাকা, নগদ দুই লাখ, বন্ড ও সঞ্চয়পত্র আছে ছয় লাখ ৯৯ হাজার টাকার। সাড়ে তিন কোটি টাকা দামের ল্যান্ড ক্রুজার প্রাডো অত্যাধুনিক পাজেরো গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৩-৪২৬৯) এমপি হিসেবে শুল্কমুক্ত সুবিধায় কিনেছেন মাত্র ৪৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকায়।
এখন তার রয়েছে ৪১ ভরি সোনা, দুইটি ডেস্কটপ, একটি ল্যাপটপ, এসি, ফ্রিজ। জমি কিনেছেন আরও সাত বিঘা ১১ শতক, উপহার পেয়েছেন ৪ শতক, দোকান দু’টি থেকে বেড়ে হয়েছে চারটি, সাথে দোতলা ভবন। স্ত্রীর মতোই তার সোনা, সব ইলেকট্রনিকস সামগ্রী উপহার পাওয়ায় তিনি এগুলোর মূল্য কত জানেন না। তবে শুধু দু’জনের উপহার পাওয়া সোনার বর্তমান বাজার মূল্য ৬১ লাখ টাকা। সব কিছু বাড়লেও এবার তার আসবাবপত্র কমেছে। ২০০৮ সালে ৮০ হাজার টাকার আসবাবপত্র থাকলেও এবার সেটা কমে হয়েছে মাত্র ২০ হাজার টাকা। স্বামী-স্ত্রী দু’জনে মিলে প্রায় এক কোটি টাকার ১৪৪ ভরি সোনা, পাঁচটি কম্পিউটার, দু’টি এসি, দু’টি ফ্রিজ, তিনটি মোবাইল ও সব আসবাবপত্র উপহার পাওয়ায় এগুলোর মূল্য হলফনামায় লেখা হয়নি। এগুলো বাদেই এবার তিনি অস্থাবর সম্পদ দেখিয়েছেন এক কোটি ১৮ লাখ ২৫ হাজার ৮৯৯ টাকার। অথচ ২০০৮ সালে আসবাবপত্র, কম্পিউটার মোবাইলসহ তার অস্থাবর সম্পদ ছিল তিন লাখ ৫৪ হাজার টাকার। আগে টেনশনমুক্ত জীবনযাপন করলেও এখন নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি দুই লাখ ৯০ হাজার টাকা দিয়ে কিনেছেন একটি শর্টগান ও একটি পিস্তল। এসব তথ্যই পাওয়া গেছে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে জমা দেওয়া এমপি পলকের হলফনামা থেকে।
পলকের স্ত্রী আরিফা জেসমিন প্রাথমিক বিদ্যালয়ের চাকরি ছেড়ে সিংড়া দমদমা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক হিসেবে চাকরি নিলেও বছরের বেশির ভাগ সময় স্বামীর সাথে থাকেন ঢাকায়। তার পরিবর্তে মাসে সাড়ে চার হাজার টাকা বেতনে ক্লাস নিয়ে দেন স্থানীয় চলনবিল কলেজের প্রভাষক গোলাম রব্বানী। একজন শিক্ষক বাইরে অবস্থান করে অন্যজনকে দিয়ে বছরের পর বছর ক্লাস নেওয়াতে পারেন কি না- এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে দমদমা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ও সিংড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, বর্তমানে প্রভাষক আরিফা জেসমিন ছয় মাসের মাতৃত্বকালীন ছুটিতে আছেন।
এ ব্যাপারে দেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলকের আপন বড় ভাই জুবাইর আহমেদ নয়ন বলেছেন, হলফনামায় তার ছোট ভাই যে সম্পদের বিবরণ দিয়েছেন তা বাস্তবের শত ভাগের এক ভাগও নয়। তিনি বলেন, একই পরিবারের মানুষ হয়েও আমি মাত্র কয়েক হাজার টাকার জন্য আমার চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রকৌশল বিভাগে পড়ুয়া মেধাবী মেয়ে ঋতি মৃত্তিকা নয়নকে চিকিৎসকের পরামর্শ মোতাবেক ভারতে নিয়ে চিকিৎসা করাতে না পারায় সে মারা গেছে।
স্ত্রী ছাড়াও মা, চাচা, শ্বশুর, শ্যালক ও তার ফাইভস্টার বাহিনীসহ অনুগত কর্মীদের নামে-বেনামে পলক শত শত বিঘা জমি কিনেছেন ও সম্পদের পাহাড় গড়েছেন বলেও তিনি দাবি করেন। পলকের বড় ভাই জুবাইর আহমেদ নয়ন সম্প্রতি তার ভাইয়ের টেন্ডারবাজি, ৬৫০টি পুকুর দখল, চাকরি বাণিজ্য, কালো টাকা, হত্যা বাণিজ্য, বদলি বাণিজ্য, চাঁদাবাজি কমিশন, খাসজমি বরাদ্দ বাণিজ্যসহ অসংখ্য অনিয়ম ও দুর্নীতি এবং দখলবাজির বিষয়ে নিজের ও নিজের মারা যাওয়া মেয়ে ঋতি মৃত্তিকা নয়নের ছবিসহ ‘খাই খাই রাজনীতি আর কত দিন?’ শিরোনামে নাটোরে ব্যাপকভাবে পোস্টারিংও করেছেন।
এসব বিষয়ে জানার জন্য এমপি পলকের মোবাইল নম্বরে যোগাযোগ করলে তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা ফোন রিসিভ করে বলেন, এমপি সাহেব নির্বাচনী কাজে বাইরে আছেন। তিনি বলেন, ১৪৪ ভরি সোনা বিভিন্ন সময়ে দলীয় অনুষ্ঠানে উপহার হিসেবে পাওয়া। আর খাট, টিভি ও ফ্রিজের বিষয়টি হলফনামায় ভুলবশত উপহার হিসেবে লেখা হয়েছে।


তথ্য সুত্রঃ http://www.bd-pratidin.com/national/2013/12/24/33953