চট্টগ্রামে আরেক পীর আবিষ্কার এ বি এম মহিউদ্দিন চৌধুরী।


চট্টল বীর, চট্টল সিংহ, চট্টলার বাঘ, এন্টি ব্যালেস্টিক মিসাইল (এবিএম), চট্টল বন্ধু ও জননেতা। এ ধরনের অনেক অভিধায় সম্বোধন করা হয় প্রয়াত জননেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে। তবে চট্টলপীর শব্দটা এক্ষেত্রে একেবারেই নতুন! আগামীকাল লালদিঘী মাঠে অনুষ্ঠেয় শোকসভা উপলক্ষে ছাপানো পোস্টারে ‘চট্টলপীর’ শব্দটি শোভা পাচ্ছে। ওমর গনি এম ই এস কলেজের সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আবু নাছের চৌধুরীর সৌজন্যে এসব পোস্টার নগরীর বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।

‘পীর আউলিয়ার পুণ্যভুমি চট্টগ্রামের আরেক পীর এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কথা বলি’ এ লাইনটিও পোস্টারে স্থান পেয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, এবিএম মহিউদ্দিন চৌধুরী চট্টল দরদী ও মানুষ দরদী। অনিয়মের বিরুদ্ধে এক প্রচন্ড প্রতিবাদ। তাঁর মৃত্যুর পর এবং জানাজায় লাখ লাখ মানুষের কান্না তার সবচেয়ে বড় সাক্ষী।

উল্লেখ্য, উক্ত পোস্টারটি কৌতুহলী নগরবাসী বেশ আগ্রহের সাথে দেখছেন বলে জানা গেছে।

শেয়ার করুন

লেখকঃ

পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট