সেলফি তোলার হিড়িক কোন পর্যায় পৌঁছতে পারে ৷ এই ভিডিও সেটাই ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ৷ বিপজ্জনক সেলফি তোলা নিয়ে সচেতনতা বাড়াতে অনেক কিছুই করা হচ্ছে ৷ কিন্তু তাতে যে বিশেষ কোনও লাভ হচ্ছে না ৷ একের পর এক ‘সেলফি দুর্ঘটনা’-ই তার প্রমাণ ৷
হায়দরাবাদের লিঙ্গমপল্লী জেলার ২৫ বছরের এক তরুণ সেলফি তুলতে পৌঁছে গিয়েছিল একেবারে রেললাইনের ধারে ৷ উদ্দেশ্য ছিল একটাই, চলন্ত ট্রেনের সামনে একটা ‘ডেয়ারডেভিল’ সেলফি তোলা ৷ বন্ধুরা অনেক বারণ করা সত্ত্বেও সে শোনেনি ৷ রেললাইনের ধারে দাঁড়িয়েই সেলফি তোলে সে ৷ ট্রেন কাছাকাছি আসার পর আবার নিজের ডান হাতটাও বাড়িয়ে দেয় ৷ ব্যস তারপর যা ঘটার তাই ঘটল ৷ ট্রেনের ধাক্কায় প্রায় উড়ে গিয়ে পড়ে ওই যুবক ৷ যদিও এত বড় দুর্ঘটনার পরেও তার মৃত্যু হয়নি ৷ হাত ও মাথায় গুরুতর চোট পেয়েছে ওই হায়দরাবাদি যুবক ৷ তার নাম থোটাম শিবা বলে জানা গিয়েছে ৷ স্থানীয় ভারত নগর পুলিশ স্টেশনে শিবার নামে মামলা দায়ের করা হয়েছে ৷