পোশাক শিল্প শ্রমিকদের বিদ্যমান বেতন পর্যালোচনা করার জন্য সরকার একটি নতুন মজুরি বোর্ড গঠন করেছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মুজিবুল হক চুন্নু আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়ে এসেছেন।
এর আগে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) মজুরি বোর্ড গঠন করার অনুরোধ জানায়।
বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান ও জাতীয় শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক শামসুন্নাহার ভূঁইয়াকে চারজন স্থায়ী সদস্যসহ বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মুজিবুল হক বলেন, আরএমজি শ্রমিকদের বর্তমান বেতন কাঠামোর তদারকির পর তদন্ত কমিটি ছয় মাসের মধ্যে সুপারিশসহ একটি প্রতিবেদন জমা দেবে। সরকার তাদের প্রতিবেদন অনুযায়ী বেতন কাঠামো চূড়ান্ত করবে।
পাশাপাশি জুনিয়র মন্ত্রী রমজানালের শ্রমিকদের প্রতি আহ্বান জানান শিল্পে কোনও অরাজকতা সৃষ্টি না করা এবং তাদেরকে তাদের চাহিদা বিবেচনা করে বেতন কাঠামো চূড়ান্ত করার আশ্বাস দেন।
এদিকে সিদিকুর রহমান বলেন, তারা 'নিখুঁত' বেতন কাঠামো নিয়ে আসতে চেষ্টা করবে।
এফবিবিসিসিআইয়ের সাবেক সভাপতি (ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ) এ কে আজাদ, ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃবৃন্দ এবং সংগঠনও ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।