কেন্দ্রীয় পলিসি ডায়লগ (সিপিডি) বাংলাদেশকে ফিরিয়ে আনার প্রলোভন দেখিয়েছে, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বলেছেন।
"সিপিডিকে বাংলাদেশকে ফিরিয়ে আনার ওপর জোর দিচ্ছে এটাই সব ", তিনি সিপিডি এর গতকালের প্রতিবেদন ব্যাংকিং খাত ও অর্থনৈতিক সংকট সম্পর্কে প্রতিক্রিয়া বলেছেন।
"তারা (সি পি ডি) শুধু সরকারি নীতিতে ভুল করে ...। কিন্তু সেই নীতিগুলি দেশটিকে মাইল মাইলের উপরে তুলেছে। সিপিডি এই অর্জনগুলোকে স্বীকার করে না, "তিনি বলেন।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এর সাথে তার সচিবালয় কার্যালয়ে বৈঠক করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিতের এই বক্তব্য তুলে ধরেন।
সাংবাদিকরা যখন তার মন্তব্যের বিস্তারিত বিবরণ দিতে মন্ত্রীকে আহ্বান জানান, তখন দুবার অর্থমন্ত্রী অর্থমন্ত্রী বলেন, "না, না, না, সব আবর্জনা।"
কেন্দ্রীয় পলিসি ডায়ালগ (সিপিডি) -এর প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে ব্যাংকিং খাতের সঙ্কট, মুদ্রাস্ফীতি এবং উর্ধ্বমুখী আমদানির কারণে অর্থনীতির চাপ বেড়েছে।